নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ বিশ্বজুড়ে আক্রান্তদের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ মানুষের প্রাণ কাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা এর আগে করোনায় মৃত্যুর হার নিয়ে যে অনুমান করেছিল; বর্তমানে সেই সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। করোনায় মৃত্যুর এই হার মৌসুমী ফ্লুতে আক্রান্ত হয়ে ১ শতাংশের কম মানুষের প্রাণহানির চেয়ে বেশি।
Advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, তারপরও বিশ্বজুড়ে নতুন এই ভাইরাসের বিস্তার এখনও নিয়ন্ত্রণ করা যেতে পারে। চিকিত্সক এবং নার্সদের সুরক্ষায় নিয়ন্ত্রণমূলক প্রচেষ্টা এবং ব্যবস্থা গ্রহণ করতে করোনাক্রান্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নতুন করোনাভাইরাস এবং মৌসুমী ফ্লুতে প্রাণহানির পার্থক্য উল্লেখ করে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেছেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ এ আক্রান্তদের মাত্র ৩.৪ শতাংশ মারা গেছেন। তুলনামূলকভাবে মৌসুমী ফ্লুতে আক্রান্তদের মধ্যে ১ শতাংশের কম মারা যান।
তবে সুরক্ষামূলক উপকরণের ঘাটতি এবং মূল্য বৃদ্ধির কারণে এই মহামারি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। চিকিৎসা উপকরণের উৎপাদন ও সরবরাহ গড়ে ৪০ শতাংশ বৃদ্ধি করতে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট বৈশ্বিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৩৭ জন এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার ২০৩ জন। আক্রান্ত এবং নিহতদের অধিকাংশই চীনের।
Advertisement
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। বিশ্বের ৮১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে চীনে প্রকোপ কমে এলেও এশিয়ার দেশগুলোতে দ্রুতগতিতে এই ভাইরাসের বিস্তার ঘটছে।
সূত্র: আলজাজিরা, এএফপি।
এসআইএস/পিআর
Advertisement