তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব

তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। দেশটিতে সফররত বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এ আগ্রহের কথা জানান সৌদি সরকারের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. মোহাম্মদ বিন ইব্রাহিম আল-সুওয়াইয়েল। রাষ্ট্রীয় আমন্ত্রণে গত ৬ অক্টোবর থেকে সৌদি আরবে অবস্থান করছেন জুনাইদ আহমেদ পলক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার ড. আল-সুওয়াইয়েল-এর সঙ্গে তার রিয়াদস্থ অফিসে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন জুনাইদ আহমেদ পলক। এসময় তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান আওয়ামী লীগ সরকারের নানাবিধ কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। ড. আল-সুওয়াইয়েলকে পলক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয়ার পর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত দ্রুত এগিয়ে চলছে। বর্তমান সরকার হাই-টেক পার্কসহ প্রযুক্তি সংশ্লিষ্ট অবকাঠামো সৃষ্টিতে গুরুত্বারোপ করার পাশাপাশি প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন মানবসম্পদ উন্নয়নে এবং দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে বলেও জানান পলক।  বৈঠকে মন্ত্রী ড. আল-সুওয়াইয়েলও তথ্যপ্রযুক্তি খাতে সৌদি আরবের সমসাময়িক অগ্রগতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পলককে অবহিত করেন। তারা দুই দেশের মধ্যে আইসিটি খাতে পারস্পরিক সহযেগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে এক সঙ্গে কাজ করা, সৌদি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি করা ও দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করেন। পলক এ সময় সৌদির মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।আরএম/একে/এমএস

Advertisement