এবার ইতালিতে এক বাংলাদেশির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি দেশটির মিলান শহরের বাসিন্দা। বুধবার ইতালিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
Advertisement
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।
তিনি জানান, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।
এর আগে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল।
Advertisement
এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।
চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে অন্তত ৫ হাজার ৩২৮ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস পাওয়া গেছে, মারা গেছেন ৩২ জন। চীনের পর সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৭৯ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ২ হাজার ২৬৩ জন।
বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৯৬ জন, আর মারা গেছেন অন্তত ৩ হাজার ২০১ জন।
Advertisement
কেএএ/পিআর