জাতীয়

জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

জাতীয় পে-স্কেল ও জীবনযাপন ব্যয়ের সঙ্গে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের সুপারিশ ও মতামতকে উপেক্ষা করে সরকার মালিক পক্ষের সুপারিশের ভিত্তিতে শ্রম আইন ও বিধিমালা তৈরি করেছে। শ্রমিক স্বার্থবিরোধী সকল আইন অবিলম্ববে বাতিলের দাবি জানানো হয়।বক্তারা আরো বলেন, সাম্প্রতি সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা করেছে। এর আওতায় মাত্র ২১ লাখ মানুষ। কিন্তু দেশের মোট শ্রমশক্তি ৬ কোটি ১০ লাখ, তাহলে বাকি শ্রমিকদের অবস্থা কি হবে। অবিলম্বে পে স্কেল ও জীবন যাপন ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার আহবান জানান বক্তারা।সংগঠনের মহানগর শাখার সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সেলিম মাহমুদ প্রমুখ।এএস/জেড্এইচ/এমএস

Advertisement