বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ফলে বিভিন্ন দেশে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় যেসব উন্নয়নশীল দেশ লড়াই করে যাচ্ছে তাদের জরুরি সহায়তা প্রদানে ১২শ কোটি ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
Advertisement
জরুরি সহায়তা প্রকল্পের আওতায় রয়েছে কম সুদে ঋণ দেয়া, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান।করোনাভাইরাসের প্রকোপের কারণে অর্থনৈতিক সংকট থেকে নিজ নিজ দেশকে রক্ষার বিষয়ে সম্প্রতি বিশ্ব নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর পরেই বিশ্ব ব্যাংকের তরফ থেকে সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হলো।
এই সংকটময় পরিস্থিতিতে দেশগুলো যেন তাদের জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারে সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে এই সহায়তার ফলে অর্থনৈতিক ক্ষতি কমাতে বেসরকারি খাতেও কাজ করা হবে।
ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বিবিসিকে বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে এই রোগের সংক্রমণ কমিয়ে আনা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সহায়তা প্রদানের ক্ষেত্রে অপেক্ষাকৃত দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকেই বেশি গুরুত্ব দেবে।
Advertisement
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ১৫৮। বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। সেখানে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনায় ইরানকে ছাড়িয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। মঙ্গলবার একদিনে আরও ২৭ জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জন, যা চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ। অপরদিকে ইরানে এখন পর্যন্ত মারা গেছেন ৭৭ জন।
আক্রান্তের সংখ্যার দিক থেকেও ইরানকে প্রায় ছুঁয়ে ফেলেছে ইতালি। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৩৩৬ জন, বিপরীতে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬৩। এদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Advertisement
টিটিএন/পিআর