আন্তর্জাতিক

করোনা আতঙ্ক: যেসব দেশে ভিসা বাতিল করল ভারত

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। পৃথিবীজুড়ে মৃতের সংখ্যা ৩০০০-এর বেশি। ভারতে এখন পর্যন্ত মোট ৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এরই মধ্যে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের জন্য ভিসা বাতিল করেছে ভারত।

Advertisement

করোনা আতঙ্কে রীতিমতো চিন্তায় পড়েছেন ভারতের মানুষ। দেশটির জয়পুরে এক ব্যক্তির দেহে মিলেছে করোনাভাইরাস। এই নিয়ে ভারতে মোট ৬ ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

জয়পুরে যে ব্যক্তির দেহে এই ভাইরাস মিলেছে তিনি একজন ইতালীয় ট্রাভেলার। শনিবার প্রথমবারের পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে দ্বিতীয় বার পরীক্ষা করা হয়। দ্বিতীয় পরীক্ষাতে রিপোর্ট আসে পজিটিভ।

অন্যদিকে নয়ডার দুটি বেসরকারি মাধ্যমের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, নয়ডার আরও একটি স্কুলে দুই ছাত্রের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে ওই স্কুলও আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষাও।

Advertisement

অন্যদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত এখনও পর্যন্ত ৯০ হাজার ৪৪১ জন। ভাইরাসের এই বীভৎসতা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একটি টুইট করে ভারতবাসীকে করোনা নিয়ে অযথা গুজবে কান দিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী। বরং করোনাভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এমআরএম