অর্থনীতি

শুধু ঋণ নয়, উন্নয়নে অংশীদার হোন : এডিবিকে অর্থমন্ত্রী

শুধু ঋণ সহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে অংশীদার হওয়ার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Advertisement

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং অর্থ ও ঝুঁকি ব্যবস্থাপনা ভাইস প্রেসিডেন্ট ইনগ্রিড ভ্যান ওয়েসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী এডিবি প্রতিনিধিদের স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা তাদের জানান।

মুস্তফা কামাল বলেন, বাংলাদেশকে এখন অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করা হয়। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

Advertisement

বাংলাদেশের উন্নয়নমূলক মাইলফলক অর্জনে ধারাবাহিক সহায়তার জন্য এডিবিকে ধন্যবাদ জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, শুধু ঋণসহায়তা নয়, নতুনভাবে চিহ্নিত অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন খাতে অংশীদার হোন। সরকার ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সুক্ষ্ম ও শক্তিশালী হওয়ার জন্য সামষ্টিক অর্থনৈতিক মূলনীতি বজায় রাখার জন্য কাজ করছে, যা অদূর ভবিষ্যতে একটি স্থিতিশীল আর্থিক ও মূলধনী বাজারের জন্যও সহায়ক হবে।

ইনগ্রিড ভ্যান ওয়েস গত এক দশকের বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এডিবি স্থানীয় মুদ্রায় বন্ড জারি এবং ব্যাংক খাতের এনপিএল কমাতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে অর্থমন্ত্রীর কাছে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এডিবি বাংলাদেশকে প্রায় ২৫.১৪৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মূলত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ এবং বাংলাদেশের সুশাসন ও আর্থিক বিভাগগুলোকে প্রাধান্য দিয়ে এডিবি এ সহায়তা করছে।

এমইউএইচ/জেডএ/পিআর

Advertisement