আমলাতন্ত্রকে (ব্যুরোক্রেসি) আরও সক্ষম করে গড়ে তুলতে না পারলে উন্নয়নের এ ধারা ব্যাহত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
Advertisement
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিনিময়ের জন্য আয়োজিত ফিডব্যাক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জনপ্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনপ্রশাসনে কর্মরত প্রত্যেকটি কর্মচারীকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশের ব্যুরোক্রেসিকে আরও সক্ষম করে গড়ে তুলতে না পারলে উন্নয়নের এ ধারা ব্যাহত হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা প্রচলিত। জ্ঞানভিত্তিক সমাজে যে যত বেশি জানবে সে তত বেশি দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারবে। দেশ ও সমাজের জন্য কাজ করতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানার্জনের মাধ্যমেই আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি। আমাদের আরও দক্ষ আমলাতন্ত্র গঠন করতে হলে জ্ঞানভিত্তিক আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি আমাদের আমলাতন্ত্রকে বিশ্বমানের করে গড়ে তুলতে হলে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’
Advertisement
ফরহাদ হোসেন আরও বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মচারীকে দক্ষ করে গড়ে তোলা যায়। প্রত্যেকটি সরকারি কর্মচারীকে যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ লাভের পর তারা যেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের যথাযথ স্থানে পদায়ন করতে হবে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক এম মিজানুর রহমান, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি রেক্টর বদরুন নেছা বক্তব্য দেন।
আরএমএম/এএইচ/পিআর
Advertisement