এই তো গত ৯ ফেব্রুয়ারি পল্টনের শেখ রাসেল কমপ্লেক্সে ঘটা করে লোগো উন্মোচন করা হয়েছিল আন্তর্জাতিক স্টান্ট সাইক্লিং প্রতিযোগিতার। যার নেতৃত্বে হয়েছিল এই অনুষ্ঠান তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনে সভাপতি শফিউল্লাহ আল মুনীর। পরে করোনাভাইরাস আতঙ্কে টুর্নামেন্ট স্থগিত করা হয়। সেই সফিউল্লাহ আল মুনীর আজ (মঙ্গলবার) ছেড়ে দিয়েছেন ফেডারেশনের সভাপতির পদ।
Advertisement
জানা গেছে তিনি দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম জাগো নিউজকে জানিয়েছেন, ‘কোনো পদত্যাগপত্র আমি পাইনি। তিনি পদত্যাগ করেছেন কিনা সেটা আমার জানাও নেই।’
আড়াই বছর আগে সাইক্লিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন শফিউল্লাহ আল মুনীর। এর মধ্যে ফেডারেশনের কার্যালয় সাজসজ্জার পরির্বতন ছাড়া আর কোনো সাফল্য আনতে পারেননি। বরং দেশে প্রচলন নেই সেই স্টান্ট সাইক্লিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের নামে ঢাক-ঢোল পেটানো নিয়ে তুমুল সমালোচনা হয় চারিদিকে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত এসএ গেমস থেকে শূন্য হাতে ফিরেছেন বাংলাদেশের সাইক্লিস্টরা। এ ব্যর্থতার কারণ হিসেবে কয়েকজন সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেন সভাপতি। সব মিলিয়ে ফেডারেশনের সার্বিক অবস্থা ছিল হ-য-ব-র-ল। এমন অবস্থার মধ্যে দিয়ে পদত্যাগ করলেন সভাপতি।
Advertisement
আরআই/এমএমআর/এমএস