ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীমের চার দেহরক্ষীর অস্ত্রের লাইসেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। কীভাবে, কোন যোগ্যতার বলে তারা অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে, তাদের আয়কর রিটার্ন বিষয়েও তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট।
Advertisement
মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সংশ্লিষ্টদের এসব বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৫ মার্চ দিন ধার্য করে দিয়েছেন আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
চার দেহরক্ষী হলেন-মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।
Advertisement
এর আগে গত ৩ ফেব্রুয়ারি তাদের জামিন কেন প্রদান করা হবে না-এই মর্মে ১০ দিনের রুল জারি করেছিলেন হাইকোর্ট।
গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন আবেদন নামঞ্জুর করলে আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করেন।
আমিন উদ্দিন মানিক জানান, জি কে শামীমকে অবৈধ চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং জুয়াড়ি ব্যবসার (ক্যাসিনো) সঙ্গে জড়িত থাকার অপরাধ গ্রেফতার করা হয়। আর এই আসামিরা হলেন তার দুষ্কর্মের সহযোগী।
এফএইচ/এসআর/জেআইএম
Advertisement