নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ পৌর ও ইউনিয়ন জামায়াতের দুই আমিরসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল মুনতাকিম (৩৮) ও তার ছোট ভাই সৈয়দপুর উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত শিবির পরিচালিত মানব সম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) নীলফামারী জেলার সাধারণ সম্পাদক আল হেলাল ওরফে মুহিত ও ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জামায়াতের আমির আনোয়ার হোসেন লেবু (৩৫) এবং জামায়াত কর্মী রংপুরের পীরগাছা উপজেলার তালুকউপাসু গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে নুর আলম (২৮)। পুলিশ জানায়, আটকদের মাধ্যমে রাজনৈতিকভাবে নাশকতা পরিচালনার আশঙ্কায় তাদের ১৫১ ধারায় আটক করা হয়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাড়ি থেকে সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল মুনতাকিম ও তার ভাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি আল হেলাল ওরফে মুহিতকে আটক করা হয়। তারা ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অপরদিকে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে খগাখড়িবাড়ি ইউনিয়নের জামায়াতের আমির আনোয়ার হোসেন লেবুকে দোলপাড়া গ্রামের তার নিজবাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মজুর আলী ওরফে মজি শেখের ছেলে। এছাড়া উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রাম থেকে আটক করা হয় রংপুরের পীরগাছা উপজেলার তালুকউপাসু গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী নুর আলমকে। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, নুর আলম উত্তর ঝুনাগাছ গ্রামে গত তিনদিন ধরে শ্বশুর ফজলুল হকের বাড়িতে অবস্থান করছিল। পুলিশ সূত্র মতে, আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।জাহেদুল ইসলাম/এসএস/পিআর
Advertisement