নাটোর শহরের উত্তরা সুপার মার্কেটের নৈশ প্রহরী কাজী আবুল বাশারকে হত্যার পর ঝুলিয়ে রাখা এবং তিনটি দোকানে লুটের ঘটনায় ৫ সন্দেহভাজনকে আটক করেছে সদর থানা পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে চারজনকে ও রাতে আরো একজনকে আটক করা হয়।আটকরা হলেন, সদর উপজেলার ইসলাবাড়ি এলাকার মোতালেব মৃধার ছেলে মানিক ও তাহের মৃধার ছেলে আশরাফুল ইসলাম, একই উপজেলার দত্তপাড়া এলাকার জনু মিয়ার ছেলে কাওসার আলী, জাঠিয়ান এলাকার আলাল উদ্দিনের ছেলে ইসরাফিল ও নওগাঁর নিয়মতপুর উপজেলার সাদাপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে বাদশা মিয়া। নিহত আবুল বাশার শহরের আলাইপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নৈশ প্রহরী আবুল বাশারকে বুধবার রাতে কয়েকজন দুর্বৃত্ত হত্যার পর তার লাশ মার্কেটের মধ্যে ঝুলিয়ে রেখে তিনটি দোকানের ৭ লাখ ৩৪ হাজার নগদ টাকা লুট করে। বৃহস্পতিবার সকালে দোকানিরা মার্কেটে তালা লাগানো দেখতে পায়। পরে বিকল্প চাবি দিয়ে তালা খোলার পর তারা তার ঝুলন্ত মরদেহ ও তিনটি দোকান খোলা অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই কাজী আবুল বায়েজিদ বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেল ও রাতে নৈশ প্রহরী আবুল বাশার হত্যা ও লুটের ঘটনায় ৫ সন্দেহভাজনকে্আটক করে সদর থানা পুলিশ। ক্ষতিগ্রস্ত মিজান গার্মেন্টস, পদ্মা গার্মেন্টস ও মিম গার্মেন্টস এর মালিকরা দাবি করেন, দুর্বৃত্তরা তাদের মোট ৭ লাখ ৩৫ হাজার টাকা লুট করেছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। বাঁকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রেজাউল করিম রেজা/এসএস/পিআর
Advertisement