নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর সন্ধান পাওয়া গেছে। ওই আঙ্গরাজ্যে এটিই প্রথম করোনাভাইরাসের ঘটনা। গভর্নর এন্ড্রো কোমোর অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Advertisement
আক্রান্ত নারীর বয়স ৩৯ বছর। তিনি একজন স্বাস্থ্যকর্মী, ইরানে কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরেছেন গত মঙ্গলবার। তার স্বামীও সফরসঙ্গী ছিলেন এবং তাকেও আইসোলেটেডে রাখা হয়েছে। তারা দু’জনেই পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছেন বলে নিউইয়র্ক গভর্নর জানিয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কোমো এক বিবৃতিতে জানান, করোনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য পেলে দ্রুত জনগণকে অবহিত করা হবে।
কোমো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এ নারীকে তার ঘরে আইসোলেটেড করে রাখা হয়েছে। ওই রোগী শ্বাসকষ্টে ভুগছেন, তবে তেমন গুরুতর নয়। নিউইয়র্কে পৌছার পর থেকে তাকে একটি নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরে রাখা হয়েছে।
Advertisement
তিনি বলেন, এটা প্রত্যাশিত ছিল না। আমি প্রথম থেকেই বলছিলাম বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনাভাইরাসের পজিটিভ কিছু পাওয়া যাবে।গভর্নর কোমো দেশটির জনগণকে উদ্বিগ্ন না হয়ে আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতি আশাব্যঞ্জক। নিউইয়র্ক নগরীর রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসাব্যবস্থা।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।
চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের অর্ধ-শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭৮৮ জন। এরমধ্যে শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৬ জন। চীনের বাইরে সাত মহাদেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ১৩৬ জনের।
এমআরএম
Advertisement