ভারতীয় বিতর্কিত আইন এনআরসি, সিএএ বাতিল, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ, মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম সমাজ নামে একটি সংগঠন।
Advertisement
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় সংগঠনটি।
এ সময় সভাপতির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান ডা. মুহাম্মদ মাসুদ হোসেন বলেন, ভারতের বিতর্কিত আইন এনআরসি, সিএএ’র মাধ্যমে ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। যার মাধ্যমে এই অঞ্চল সাম্প্রদায়িক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইতোমধ্যে ভারতের নয়াদিল্লিসহ অনেক রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অগণিত মুসলিমদের নির্যাতন ও হত্যা করা হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে ভারতের এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হোক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব বিষয়কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলছেন। আমি তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতের এই বিতর্কিত আইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ। ভারতের দাঙ্গার কারণে লাখ লাখ মানুষ বাংলাদেশে আসবে। তখন তিনি কিভাবে তা সামলাবেন? তার এই বক্তব্য ভারতের তোষামোদী ছাড়াই আর কিছুই নয়। বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। তাদের এই রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তাদের ভারত তোষামোদী ছাড়া আর কোনো উপায় নেই। এদেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আমি অনতি বিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের আহ্বান জানাই।
Advertisement
সংগঠনটির মহাসচিব মাসুম হোসাইন বলেন, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে অসহায় মুসলিম সম্প্রদায় আজ মানবেতর জীবনযাপন করছে। তিনি দেশের সব নাগরিককে ভারতের মুসলিম ভাইদের আর্থিকভাবে সহযোগিতার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআনিক পার্টির চেয়ারম্যান শাইখুল কুরআন শাহ ওয়ালি উল্লাহ ফরহাদ, বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, কেন্দ্রীয় সদস্য মহসিন হোসেন মেলকার, হাসমত উল্লাহ প্রমুখ।
এইচএস/জেএইচ/এমকেএইচ
Advertisement