দেশজুড়ে

আমরা ভালো হলে মুসলমানদের ওপর জুলুম থাকবে না : আল্লামা শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সারা বিশ্বে মুসলমানদের ওপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে মুসলমানদের ওপর এ জুলুম থাকবে না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি বিশ্বের সব মুসলমানের ওপর শান্তি বর্ষিত হোক।

Advertisement

সোমবার (২ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা কওমি ওলামা পরিষদের আয়োজনে ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা শফী বলেন, কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের। কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া প্রয়োজন। বাংলাদেশে তারা থাকবেন অন্য ধর্মের মানুষের মতো। তারা মারা গেলে মুসলমানদের সঙ্গে কবরে দাফন করা যাবে না।

ইসলামি মহাসম্মেলনে আবদুল হক হক্কানী সাহেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিম বক্তব্য রাখেন।

Advertisement

এর আগে আল্লামা শফী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।

আরএআর/এমকেএইচ