দেশজুড়ে

লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুলের যাত্রা শুরু

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে। তবে এটি এখনই সংগ্রহের কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে।

Advertisement

সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট মিলিটারি ফার্মে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারি ফার্মের মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমাদেরও তিনি স্বপ্ন দেখিয়েছেন। তারই আলোকে লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। যেখান থেকে কারিগরি শিক্ষা নিয়ে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদি তাদের কোনো সমস্যা তৈরি হয়, আমরা তাদের সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করে থাকে। এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি।

Advertisement

এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লে. জেনারেল মো. সামছুল হক, এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন, মাস্টার জেনারেল অব অর্ডন্যন্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

রবিউল হাসান/আরএআর/এমকেএইচ