২৪ ঘণ্টার ব্যবধানে ফিনল্যান্ডে নতুন করে আরও দু'জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪-এ।
Advertisement
রোববার (১ মার্চ) দুপুরে ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির কর্তৃপক্ষ করোনা সংক্রমণে নতুনভাবে আক্রান্তের এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, উভয় রোগীই ফিনিস নাগরিক। তার মধ্যে একজন স্কুলগামী শিশু এবং অন্যজন বয়স্ক মহিলা। যাদের ইতিমধ্যে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের স্ব-স্ব বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত উভয় রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।
Advertisement
এর আগে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত আরও দু'জন রোগী শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫২৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪১ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২৪। অন্যদিকে মৃত্যু হয়েছে ২ হাজার ৯১২ জনের। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২১২ এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। সেখানে ১ হাজার ১২৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।
Advertisement
এদিকে, প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের এ ভাইরাসে পাঁচজন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
জামান সরকার/এফআর/এমএস