মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ন্যায়বিচারের জন্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ভূমিকা রাখতে বললেন তার স্ত্রী তামান্না ই জাহান। শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুহাজিদের সঙ্গে দেখা করার পর তিনি একথা বলেন।সাক্ষাৎ শেষে বেলা ১১টা ২৫ মিনিটে কারাগার থেকে বের হয়ে তামান্না ই জাহান সাংবাদিকদের বলেন, ‘মুজাহিদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল সকল কর্তৃপক্ষের ভূমিকা প্রত্যাশা করছি।’মুজাহিদ প্রাণভিক্ষা চাইবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাণভিক্ষার বিষয়ে পরিবারের সঙ্গে মুজাহিদের কোন কথা হয়নি।’মুজাহিদের ছোট ছেলে আলী আহমেদ মাদরুর জাগো নিউজকে বলেন, কারাগারে আটক আলী আহসান মুহাম্মদ মুজাহিদে শরীর স্বাস্থ্য ভালো আছেন এবং মানসিক ভাবেও সুস্থ আছেন তিনি।তিনি আরো বলেন, আমরা আশা করছি ন্যায় বিচার পেলে বেকসুর খালাস পাবেন তিনি (আলী আহসান মুহাম্মদ মুজাহিদ)।এদিন সকাল ১০টা ৪৭মিনিটে তামান্নাসহ মুজাহিদের ৩ ছেলে ও ১ মেয়ে তার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন।সম্প্রতি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে পূর্নাঙ্গ রায় প্রকাশ করে।# মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে পরিবারের সদস্যরা# শুক্রবার মুজাহিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎএআর/এআরএস/পিআর
Advertisement