দেশজুড়ে

পৃথক স্থানে কলেজছাত্র ও নারীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে মেহেদী মোল্লা (১৫) নামে এক কলেজছাত্র এবং লক্ষ্মীপুরের কমলনগরে রিজিয়া বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-গোপালগঞ্জ : শুক্রবার সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলার পিঙ্গুলীয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মেহেদী মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মোহসিন মোল্লার ছেলে এবং ফরিদপুরের আলফাডাঙা সরকারি কলেজের একাদশ শ্রেণির (মানবিক) প্রথম বর্ষের ছাত্র। কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মেহেদী মোল্লা বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা সকালে তাকে খোঁজার জন্য বের হন। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে একটি ধান ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ১০ ঘণ্টা পর রিজিয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর চরলরেন্স গ্রামের তোরাব আলীদের খামার বাড়ির একটি শসা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার  বিকেল ৫ টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। রিজিয়া বেগম উত্তর চরলরেন্স গ্রামের গ্রামের মৃত এহছাক মিয়ার স্ত্রী। নিহতের আত্মীয় মো. ইসমাইল জানান, বৃহস্পতিবার বিকালে রিজিয়া নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় থানায় জানানো হয়। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল এলাকায় আসে। রাত ১২টা পর্যন্ত পুলিশ ও স্থানীয়রা আশপাশের এলাকা খোঁজাখুঁজি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর রাত আড়াইটার দিকে ওই খামার বাড়ির একটি শসা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হুমায়ুন কবির ও কাজল কায়েস/এসএস/পিআর

Advertisement