আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
Advertisement
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
উদ্বোধন শেষে র্যালি হয়। র্যালিটি সংসদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. আব্দুল বাতেন বলেন, নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী আজ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। আজ হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
Advertisement
এর আগে প্রথম ভোটার দিবস পালিত হয় ২০১৯ সালের ১ মার্চ। এরপর সরকার চলতি বছরের ১৫ জানুয়ারি পরিপত্র জারি করে মিন্ত্রপরিষদ বিভাগ জানায়, এখন থেকে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালিত হবে ২ মার্চ।
পিডি/জেডএ/পিআর