বার্তা বিনিময়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে বিনিময় করা তথ্যের ভাষান্তর করেত গুগল ট্রান্সলেটের নতুন সংস্করণ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। অ্যানড্রয়েডের হালনাগাদ সংস্করণ `মার্শম্যালো` অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুযোগ পাওয়া যাবে। নতুন এ সুবিধা চালু হওয়ায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভিন্ন ভাষাভাষী ব্যক্তিদের সঙ্গে স্বচ্ছন্দে বার্তা বিনিময়ের সুযোগ পাবে। এত দিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভিন্ন ভাষায় বিনিময় করা বার্তাগুলো কপি করে গুগল ট্রান্সলেটে অনুবাদ করতেন। আবার নিজের মনের কথা বন্ধুর ভাষায় রূপান্তর করে হোয়াটসঅ্যাপে পোস্ট করতেন। ফলে মনের ভাব বিনিময়ের সময় বেশি প্রয়োজন হতো। কিন্তু নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপের স্ক্রিনের মধ্যেই গুগল ট্রান্সলেটের সাহায্যে বার্তাগুলো রূপান্তর করা যাবে।এসকেডি/পিআর
Advertisement