ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে পাঁচ ম্যাচে ছ’গোল করে ‘গোল্ডেন বুট’ ছিনিয়ে নিয়েছেন জেমস রডরিগেজ৷ তার চোখ ধাঁধানো পারফম্যান্সের সুবাদে এই মরশুমেই রিয়েল মাদ্রিদ নিজেদের ক্লাবে সই করিয়ে নিয়েছে ২৩ বছর বয়সি ফুটবলারকে৷রিয়েলের জার্সিতে এখনও পর্যন্ত ন’ম্যাচ খেলে দু’টি গোল করেছেন রডরিগেজ৷এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার৷রডরিগেজ বলছেন, আমাকে রিয়েলের হয়ে আরও উন্নতি করতে হবে৷ খেলার মান বাড়াতে হবে৷ ক্লাবের সঙ্গে ধীরে-ধীরে মানিয়ে নিতে পারব বলেই আমার বিশ্বাস৷ তবে কেউ যদি মনে করে প্রতি মরশুমে আমিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ৬০টি গোল করব তাহলে তারা ভুল করবেন৷রডরিগেজের আগমনে রিয়েল ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চলে গিয়েছেন রিয়েলকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া৷ মারিয়ার জায়গাতেই খেলছেন রডরিগেজ৷ এ প্রসঙ্গে তিনি বললেন, মারিয়া অসাধারণ ফুটবলার৷ ওকে আমি অত্যন্ত সম্মান করি৷ তবে ওর জায়গায় খেলছি বলে আমার ওপর বাড়তি কোনো চাপ নেই৷ মারিয়ার মতো আমিও চাইব রিয়েলের হয়ে নিজের ছাপ রাখতে৷ মাদ্রিদে অসাধারণ সব ফুটবলাররা খেলেন৷ তবে ইস্কোর খেলার স্টাইল আমার সবচেয়ে পছন্দের৷
Advertisement