সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নৌ-ডাকাত সর্দার আসাদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মোড় গ্রাম ক্রসবার চায়না বাঁধের কাছে এ ঘটনা ঘটে। আসাদুল টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা গাবসারা ইউনিয়নের মেগারপোটল গ্রামের আব্দুর রশিদের ছেলে। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি মো. হাসিবুল আলম জানান, ডাকাতদের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে র্যাবের একটি দল ওই বাঁধ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবের উপরে গুলি করে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুরতর আহত অবস্থায় আসাদুলকে আটক করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৬টি শর্টগানের গুলি ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। বাদল ভৌমিক/এসএস/পিআর
Advertisement