ক্যাম্পাস

ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।ক্যাম্পাসের বাইরের তিনটি কেন্দ্র বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে। এদিকে, পরীক্ষায় জালিয়াতি এড়াতে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জালিয়াতি চক্র যেন সুযোগ নিতে না পারে সেজন্য এবার থেকে পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। কেউ যদি কোনো ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে তবে তাকে আদালতের মাধ্যমে সাজা দেয়া হবে।’এমএইচ/এসকেডি/পিআর

Advertisement