দেশজুড়ে

লালমনিরহাটে বিএসএফের গুলিতে আহত ১ জনের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফএের গুলিতে আহত পাঁচ বাংলাদেশির মধ্যে আব্দুর রহিম (৩০) নামে একজন মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রহিম দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আবুল কাসেমের ছেলে।এদিকে, চওড়াটারী গ্রামের গফুর মিয়ার ছেলে গুলিবিদ্ধ সুলতান মিয়াকে (৩৪) রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক প্রমানিক রহিমের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।উল্লেখ্য, বৃহস্পতিবার জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশি গ্রামের লোকজনের গরু চলে যায়। গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নারীসহ ৫ জন আহত হয়।# লালমনিরহাটে বিএসএফের গুলি : ৫ বাংলাদেশি আহতরবিউল হাসান/এসএস/পিআর

Advertisement