খেলাধুলা

নেইমারবিহীন ব্রাজিলের হার

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয় পর্বের খেলায় নেইমারকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সান্তিয়াগোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে চিলির কাছে ২-০ গোলে হেরে মাঠ ছাড়ে ব্রাজিল।প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেয়ে বিরতিতে যায়। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিদাল রিয়াল তারকা মার্সেলোকে অবৈধ বাধায় ফেলে দিলে চিলির পেনাল্টি এরিয়ার অল্প দূরে ফ্রি-কিক লাভ করে সেলেকাওরা। তবে অস্কারের নেয়া শট চিলির ডিফেন্স ভেদ করে বেরুতে পারেনি। ৫৫ মিনিটে ফের চিলিকে হতাশায় পড়তে হয়। ইসালার দূরপাল্লার শট ব্রাজিলের গোলবারে লেগে ফিরে যায়। ম্যাচের ৬৪ মিনিটে স্বাগতিকদের তারকা ভালদিভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মাতি ফার্নান্দেজ। ম্যাচের  ৬৬ মিনিটে সেরা সুযোগটা কাজে লাগাতে পারেননি সানচেজ। ব্রাজিলের ডি-বক্সে থাকা ভিদালের অসাধারণ এক ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোলের দেখা পেতেন আর্সেনাল তারকা। এ যাত্রাতেও বেঁচে যায় দুঙ্গার ছাত্ররা। ম্যাচের ৭২ মিনিটে গুস্তাভো ফেলে দেন ফার্নান্দেজকে। এ কারণে ফ্রি-কিক লাভ করে চিলি। ফ্রি-কিক নেন ফার্নান্দেজ নিজেই। তার উড়ন্ত শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন ভারগাস। ফার্নান্দেজের ফ্রি-কিক রাইটউইং থেকে ব্রাজিলের ডি-বক্সে উড়ে এলে পা ছোঁয়াতে ভুল করেননি ভারগাস। আর তাতে জেফারসনের হাত স্পর্শ করে জালে জড়িয়ে যায় বল। এই সুবাদে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর থেকেই গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। আক্রমণভাগের শক্তি বাড়াতে কিছুটা উপরে এসে খেলতে থাকে সেলেকাওরা। ৭৭ মিনিটে হাল্কের বদলি হিসেবে মাঠে নামেন রিকার্ডো অলিভেইরা। মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোলের দেখা পেতেন অলিভেইরা, যদি উইলিয়ানের দারুণ এক ক্রস থেকে বলে পা ছোঁয়াতে পারতেন। ৮১ মিনিটে আবারো সুযোগ নষ্ট করেন অলিভেইরা। এবারো উইলিয়ানের পাস থেকে বল পান চিলির গোলবারের সামনে দাঁড়ানো অলিভেইরা। তবে তার নেয়া শটটি স্বাগতিকদের গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়। ম্যাচের ৮২ মিনিটে দুঙ্গা মাঠ থেকে গুস্তাভোকে তুলে নিয়ে লুকাস লিমাকে পাঠালে চিলির কোচ সামপাউলি ডিয়াজকে তুলে নিয়ে ভিলচিসেজকে মাঠে নামান। ৯০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ। ভিদালের দারুণ এক পাস থেকে বল পান আর্সেনাল তারকা। এর আগেই ভিদাল ব্রাজিল গোলরক্ষক জেফারসনকে বোকা বানান। সানচেজের আলতো টোকা সেলেকাওদের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে আরেকবার আলতো টোকা দেন গানার তারকা। বল জালে জড়ালে ২-০তে এগিয়ে যায় চিলি। গত ১৫ বছরে ব্রাজিলের বিপক্ষে এটাই চিলির প্রথম জয়। এর আগে ২০০০ সালে বিশ্বকাপ বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল চিলি।এসকেডি/পিআর

Advertisement