সিঙ্গাপুরে নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জন। এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)। তবে এরপর এখন পর্যন্ত দেশটিতে আর কেউ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
Advertisement
এমওএইচ জানায়, নতুন রোগীদের মধ্যে দু’জন সিঙ্গাপুরের, একজন মালয়েশিয়ার ও একজন ফিলিপাইনের নাগরিক। তারা সবাই উইজলার্ন টেকনোলজি সম্পর্কিত। তারা কেউই সম্প্রতি ডেগু শহর, চীন বা দক্ষিণ কোরিয়ার চেয়ংডু কাউন্টি ভ্রমণ করেননি। সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের বেশিরভাগই এসব এলাকা সম্পর্কিত।
এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আরও তিনজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনামুক্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো ৭২ জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ৩০ জন।
সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা মোট ৩ হাজার ৩৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়, এর মধ্যে ২৬৯ জন এখনও এর আওতায় রয়েছেন।
Advertisement
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে, এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকায়। দেশটিতে এ পর্যন্ত ৭৯ হাজার ৮২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৮৭০ জন।
বিশ্বের অন্তত ৫৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এর মধ্যে চীনের বাইরে সর্বাধিক আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় ও মৃত্যুর ঘটনা মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আক্রান্ত ও ১৭ জন মারা গেছেন। আর ইরানে আক্রান্ত ৫৯৩ ও মৃত্যু ৪৩ জনের। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫২৯ জন।
সূত্র: স্ট্রেইট টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/জেআইএম
Advertisement