কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে স্বামীর সঙ্গে অভিমান করে আনছার বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন। ওই নারী হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবির (ক্যাম্প নং ০২১) ই ব্লকের ওমানি সাইডের ছৈয়দ আমিনের স্ত্রী।
Advertisement
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই মশিউর রহমান।
তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে স্বামীর অনুপস্থিতিতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আনছার বেগম। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
আশপাশের লোকজন জানান, শনিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাজে বেরিয়ে পড়েন ছৈয়দ আমিন। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভেতর ঝুলে আছে। পরে পাশের লোকজন আত্মহত্যার খবর নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে হোয়াইক্যং মরদেহ উদ্ধার করে পুলিশ।
Advertisement
সায়ীদ আলমগীর/এমএসএইচ