পরীক্ষায় প্রয়োজনের তুলনায় বাড়তি নম্বর পেলে কী করবেন? নিশ্চয়ই আনন্দে আত্মহারা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে সেই বাড়তি নম্বর অন্য সহপাঠীকে দিয়ে দেয়ার জন্য পরীক্ষার খাতায় লিখে শিক্ষকের কাছে অনুরোধ করলেন একাদশ শ্রেণিতে পড়া এক ছাত্র। অনুরোধে ফলে তার বাড়তি নম্বর দেয়া হলো অন্য এক শিক্ষার্থীকে।
Advertisement
পরীক্ষার খাতায় এমনই অনুরোধ করে বসেন ওই ছাত্র। আমেরিকায় কেন্টাকির এক স্কুলের শিক্ষক, উইনস্টন লি সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি একটি পরীক্ষার খাতার ছবি দিয়ে লিখেছেন, ‘এক ছাত্র তার বোনাস পাঁচ পয়েন্ট কোনো ‘দুর্বল’ শিক্ষার্থী দেয়ার অনুরোধ করেছে’।
ছবিতেও দেখা যাচ্ছে, খাতার একদম নিচে লেখা রয়েছে, যদি সম্ভব হয় তবে তার বোনাস পয়েন্ট যেন অন্য কাউকে যেন দিয়ে দেয়া হয়।
ছবিতে আরও দেখা যাচ্ছে, ছাত্রটি মোট ৯৪ নম্বর পেয়েছে। কলেজের নিয়ম অনুযায়ী সে পাঁচ পয়েন্ট বোনাস পায়।
Advertisement
ওই শিক্ষক জানান, তার ১২ বছরের শিক্ষকতার জীবনে এমন অনুরোধ কখনো দেখেননি। অনুরোধ ফলে তার বোনাস পয়েন্ট এক শিক্ষার্থীকে দেয়া হয়েছে। যদিও কারও পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে নেট দুনিয়ায় ওই শিক্ষার্থীর এমন কর্মকাণ্ড খুব প্রশংসিত হয়েছে। ২২ ফেব্রুয়ারিতে ছাড়া ওই পোস্ট এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি শেয়ার হয়েছে। কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার আর লাইক ৯৩ হাজার।
এফআর/এমকেএইচ
Advertisement