আন্তর্জাতিক

করোনার আঘাতে ভারতের পুঁজিবাজারে বড় পতন

চীনের অর্থনীতি থেকে শুরু করে সকল সেক্টরেই প্রবল আঘাত হেনেছে নভেল করোনাভাইরাস। এ ভাইরাস এবার হানা দিয়েছে ভারতের শেয়ার বাজারে। সপ্তাহের শেষ দিনে সকাল থেকেই নিম্নমুখী বম্বে স্টক এক্সচেঞ্জ।

Advertisement

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পুঁজিবাজার খোলার সঙ্গে সঙ্গেই বড় পতন হয়েছে ভারতের বিএসই সেনসেক্স ও নিফটিতে। সেনসেক্সে ১১৫৫ পয়েন্টের বেশি পতন হয়। এর ফলে এ সূচক নেমে যায় ৩৮ হাজারের ঘরে। প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে নিফটিতে। সূচক নেমে যায় ১১ হাজারের ঘরে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের জেরেই এ পতন বলে জানিয়েছেন ভারতের বাজার বিশেষজ্ঞরা।

বিনিয়োগকারীদের আশঙ্কা, করোনাভাইরাসের প্রকোপ মহামারি আকার নিতে পারে। তাই বিভিন্ন প্রকল্প থেকে হাত গুটিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এর ফলেই এমন ধাক্কা। অক্টোবরের মাঝামাঝির পর থেকে এটাই সেনসেক্সের সব থেকে বড় পতন।

Advertisement

বিনিয়োগকারীদের অনাগ্রহের ফলে বাজারের সবকটি খাতই ধাক্কা খেয়েছে। সব থেকে বেশি ধাক্কা খেয়েছে, ব্যাংকিং, অটোমোবাইল, ধাতু, খনিজ তেল ও গ্যাস সেক্টরের শেয়ার। বেশি ক্ষতি হয়েছে টাটা মোটরস, হিন্দালকো, টাটা স্টিল, ভেদান্ত, টেক মহিন্দ্রা, জেএসডব্লু এবং বাজাজ ফিনান্সের মতো কোম্পানির শেয়ার।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসের মোকাবিলা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে আমেরিকা। দেশটির গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী তারা এ শঙ্কা প্রকাশ করেন। বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।

এফআর/জেআইএম

Advertisement