আন্তর্জাতিক

করোনা মোকাবিলা : ভারতের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে গোটা বিশ্ব। এ ভাইরাসে ইতোমধ্যেই চীনে মহামারি আকার ধারণ করছে। চীনের বাইরে উল্লেখযোগ্য কয়েকটি দেশে আক্রান্ত ও নিহতের ঘটনাও ঘটেছে। আর ভীতি ছড়িয়েছে গোটা বিশ্বে। তবে পার্শ্ববর্তী দেশগুলোতে এর ভীতি সঞ্চারিত হয়েছে সবচেয়ে বেশি। চীনের প্রতিবেশী ভারতেও এখন পর্যন্ত তিনজন আক্রান্ত হয়েছে। আর যে ভাইরাস মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে চীনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, সেখানে ভারত কতটুকু সক্ষম এ মহামারি প্রতিহত করতে? এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

Advertisement

বিশ্বের কোন দেশ কীভাবে করোনাভাইরাসের প্রকোপ সামাল দিচ্ছে, তার ওপর নজর রেখেছে মার্কিন গুপ্তচর সংস্থাগুলি। তারাই ভারতের সক্ষমতা নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করে।

সমস্ত উন্নয়নশীল দেশের চিকিৎসা পরিকাঠামো নিয়েই তারা উদ্বিগ্ন বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে

সবমিলিয়ে, এখন পর্যন্ত ভারতে তিন জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তিন জনই কেরালার। চিকিৎসা নেয়ার পর তারা এখন সুস্থ আছেন। তা সত্ত্বেও এ ভাইরাস মোকাবিলায় ভারতের সক্ষমতা নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না মার্কিন গুপ্তচর সংস্থাগুলো।

Advertisement

তাদের আশঙ্কা, জনসংখ্যার বেশি হওয়ার কারণে ভারতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করতে পারে। তা সামাল দিতে প্রয়োজনীয় চিকিৎসা কাঠামো ভারতের আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন গুপ্তচররা।

ভারত ছাড়াও ইরান-সহ আরও একাধিক দেশের ওপর নজর রাখছে তারা। এখন পর্যন্ত ইরানে ৯৫ জন আক্রান্ত হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন। এ ভাইরাসে প্রাণ হারিয়েছে দেশটির সাবেক এক রাষ্ট্রদূতও

আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও জানান, পরিস্থিতি সামাল দেয়ার মতো প্রয়োজনীয় পরিকাঠামো নেই তাদের (ইরান)। হতে পারে, সেই জন্যই সঠিক তথ্য চেপে যাচ্ছে তেহরান।

আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পক্ষ থেকে একটি গুপ্তচর কমিটি গঠন করা হয়েছে। তারা পরিস্থিতির দিকে নজর রেখেছে। করোনা নিয়ে সেখানেই সরাসরি রিপোর্ট করে গুপ্তচর সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো এবং আর্থিক সংস্থান রয়েছে কি-না, তাও খতিয়ে দেখছে ওই কমিটি।

Advertisement

উল্লেখ্য, বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।

এফআর/জেআইএম