বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ'র হাজিরা খাতা প্রকাশ করেছেন অধিকার সুরক্ষা পরিষদ নামে শিক্ষদের একটি সংগঠন।
Advertisement
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে হোয়াইট বোর্ডে মার্কারে লিখে উপাচার্যের অনুপস্থিতির তালিকা প্রকাশ করেন অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ।
হোয়াইট বোর্ডে উল্লেখ করা হয়, উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসে যোগদান করেন ২০১৭ সালের ১৪ জুন। যোগদানের পর থেকে মোট ৯৭৯ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ২২৭ দিন এবং অনুপস্থিত ছিলেন ৭৫২ দিন।
এসময় উপস্থিত ছিলেন, অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক প্রফেসর ড.মতিউর রহমান,সদস্য সচিব খাইরুল কবির সুমনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
Advertisement
অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, বর্তমান উপাচার্যের নিয়োগপত্রে স্পষ্ট উল্লেখ আছে সার্বক্ষনিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। অথচ তিনি ঘোষণা দিয়েই ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন দিনের পর দিন মাসের পর মাস। তারই প্রতিবাদে আমরা তার অনুপস্থিতির তালিকা অবমুক্ত করলাম এখন সবাই দেখতে পারবে তার অবস্থান।
এমএএস/এমএস