টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে অবিসংবাধিত সেরা ব্যাটসম্যান এই দু’জন, নিশ্চিতভাবেই বলা যায়। বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথ। বেশ কিছুদিন ধরেই টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন ভারতীয় অধিনায়ক। তবে, এবার সেটা হারালেন তিনি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের কাছে। বিরাটকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন স্মিথ।
Advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার কারণেই পিছিয়ে যেতে হলো কোহলিকে। ওয়েলিংটনে দুই ইনিংস মিলিয়ে কোহলি মোট ২১ রান সংগ্রহ করেন। প্রথম ইনিংসে তিনি আউট হন ২ রানে। দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। প্রথম টেস্টে ভারতকে ১০ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড।
ওয়েলিংটন টেস্টের ব্যর্থতা বিরাটের ব্যক্তিগত ব়্যাংকিংয়ে প্রভাব ফেললো। মূল্যবান রেটিং পয়েন্ট হারিয়ে বিরাট দাঁড়িয়ে যান ৯০৬ পয়েন্টে। অন্যদিকে স্টিভেন স্মিথের সংগ্রহে রয়েছে যথারীতি ৯১১ রেটিং পয়েন্ট। স্বাভাবিকভাবেই কোহলি দ্বিতীয় স্থানে নেমে যাওয়ায় শীর্ষ উঠে আসলেন স্মিথ।
এ নিয়ে মোট আটবার আইসিসি’র টেস্ট ব়্যাংকিংয়ের এক নম্বর স্থান দখল করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। দীর্ঘদিন ধরে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থান নিজেদের মধ্যে ভাগাভাগি করে আসছেন ভারত এবং অস্ট্রেলিয়ার এই দু’জন।
Advertisement
নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন মাঝে ২০১৫ সালের ডিসেম্বরে মাত্র ৮ দিনের জন্য আইসিসি’র এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের মুকুট মাথায় পরেছিলেন। উইলিয়ামসন আপাতত ৮৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ডাবল সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ এগুলেন মুশফিকুর রহীম। ৫ ধাপ এগিয়ে তিনি রয়েছেন এখন ২০তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৫৫। ৫ ধাপ এগুলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুলও। তিনি এখন রয়েছেন ৩৯তম স্থানে। রেটিং পয়েন্ট ৫৫৬। ১১ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।
ঢাকা টেস্টে দুর্দান্ত বোলিং করে বোলারদের তালিকায় রীতিমত উচ্চলম্প দিয়েছেন স্পিনার নাঈম হাসান। তিনি এগিয়েছেন ২৯ ধাপ। এখন রয়েছেন ৩৮তম স্থানে। ক্যারিয়ার সেরা রেটিং তার ৪১০। এছাড়া ১১ ধাপ এগুলেন পেসার আবু জায়েদ রাহী। তিনি রয়েছেন ৪৬তম স্থানে।
আইএইচএস/
Advertisement