সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সচিব বলেন, ‘রূপালী ব্যাংকের ৫৭৩তম শাখাটির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি মুজিববর্ষে উদ্বোধন করা হলো। শুধু সরকারি ব্যাংক নয়, বেসরকারি ব্যাংকেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে হবে। বঙ্গবন্ধু ব্যাংকগুলোকে জাতীয়করণ করেছিলেন, যাতে প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া যায়। সেই লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
Advertisement
তিনি বলেন, ‘সিরাজদিখানে রূপালী ব্যাংকের শাখা খুলতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’ ওই এলাকার জনগণকে রূপালী ব্যাংকের সেবা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাংকিংখাতে ইতিবাচক ভূমিকা রেখেছে, যার ফলাফল আমরা ইতিমধ্যে পাচ্ছি। রেমিট্যান্স বেড়েছে ৩০ শতাংশ, খেলাপি ঋণও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।’
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান গ্রাহকদের শাখা থেকে রেমিট্যান্স গ্রহণ করে শাখাকে একটি লাভজনক শাখায় পরিণত করার আহ্বান জানান।
‘শত বর্ষে শত শাখা রূপালী ব্যাংক মেলুক পাখা’- এ প্রতিপাদ্য ধারণ করে মুজিববর্ষে রূপালী ব্যাংক ১০০ শাখা খোলার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।
Advertisement
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল এবং মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, রূপালী ব্যাংক ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম সঞ্চিয়া বিনতে আলী প্রমুখ।
এসআই/এফআর/জেআইএম