খেলাধুলা

যৌন কেলেঙ্কারির অভিযোগে এসএলসি

যৌন কেলেঙ্কারির অভিযোগে নাজেহাল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড  (এসএলসি) । শ্রীলঙ্কার জাতীয় মহিলা ক্রিকেট দলে সুযোগ পেতে গেল নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের লোকজনকে শারিরীকভাবে খুশি করতে হয়।

Advertisement

 

ক্রিকেট দলে জায়গা ধরে রাখতেও যৌন সম্পর্ক লিপ্ত হতে হয় বলে অভিযোগ উঠেছে । শ্রীলঙ্কার একটি সংবাদপত্রে এই অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর সেদেশের ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে ।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক সনত্ জয়সূর্য, এসএলসি-র ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা, সেক্রেটারি নিশান্ত রণতুঙ্গা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিরান্তা পেরেরাকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে ।

 

যদিও যৌন কেলেঙ্কারি সম্পর্কে এসএলসি-র কাছে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । এমনকি অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণও পাওয়া যায়নি । কিন্তু অভিয়োগ এতটাই স্পর্শকাতর যে, এসএসলিকে অবিলম্বে তদন্তের নির্দেশ দিতে হল । 

Advertisement