সিরিয়ায় হামলা চালাতে গিয়ে তুরস্কের আকাশসীমা রাশিয়ার জঙ্গিবিমান পরপর দুবার লঙ্ঘনের পর নতুন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ন্যাটো। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, তুরস্ককে সুরক্ষায় প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে। বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এর আগে, গত শনিবার রাশিয়ার একটি বিমান তুরস্কের আকাশসীমায় উড়তে থাকে। এ সময় তুরস্কের দুটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার বিমানটিকে বাধা দিলে সেটি চলে যায়। পরে রাশিয়ার আরো একটি বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ আঙ্কারার।রাশিয়ার জঙ্গিবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের পর ন্যাটো দেশটিতে সেনা মোতায়েনের কথা জানালো। এ ঘটনায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া।এদিকে, সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে বলে রাশিয়া জানালেও ন্যাটো মহাসচিব বলছেন, এটা অত্যন্ত মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।এসআইএস/বিএ
Advertisement