রাজধানীর মগবাজারে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়ন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড বলে জাগো নিউজকে জানিয়েছেন পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জনান, ৩০টির বেশি হত্যাকাণ্ডের মূল আসামি সুব্রত বাইন বর্তমানে ভারতের কারাগারে রয়েছেন।এর আগে, বৃহস্পতিবার দুপুরে মগবাজারের বৈকালী হোটেলে রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার করতে গেলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নয়নের পায়ে গুলি লাগে। পরে তাকে গ্রেফতার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।গুলিবিদ্ধ নয়ন মোহম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বিএনপিসহ ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালীন বাংলামোটরে পেট্রোল বোমা হামলা ও গাড়ি ভাঙচুরের বেশ কয়েকটি মামলার আসামি সে। সেসব মামলায় তাকে গ্রেফতার করতে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।ওসি মশিউর রহমান জানান, মাগুরাসহ রাজধানীর বাংলামোটর, পরিবাগে গাড়ি পোড়ানো মামলার আসামি রবিউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে মগবাজার মোড়ের বৈকালি হোটেলের ৩০৪নং রুমে অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশের ওপর গুলি চালায় রবিউল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তার পায়ের উরুতে গুলি লাগে। আটকের সময় নয়নের কাছ থেকে ১ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি ।এআর/এসকেডি
Advertisement