নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও সেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক জাপানি নারী। নতুন ভাইরাসটির ক্ষেত্রে একই ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার এটাই প্রথম ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
৪০ বছর বয়সী ওই নারী গত মাসে উহানের একদল পর্যটকের ট্রাভেল গাইড হিসেবে কাজ করেছিলেন। ২৯ জানুয়ারি তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বেশ কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠায় গত ৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ওই সময় তার হালকা কাশি থাকলেও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল না।
এরপর সপ্তাহখানেক ভালোই ছিলেন। কিন্তু গলা ও বুকে ব্যথা নিয়ে গত ২১ ফেব্রুয়ারি আবারও হাসপাতালে যান এ নারী। গত বুধবার শারীরিক পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
ওসাকা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহরের ওই পর্যটকদের বহনকারী বাসের চালকও ভাইরাস আক্রান্ত হয়েছেন।
Advertisement
জাপানে এখন পর্যন্ত অন্তত ১৮৬ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস পাওয়া গেছে। এতে মারা গেছেন চারজন। এছাড়া দেশটির ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের সাত শতাধিক যাত্রী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন চারজন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন, আক্রান্ত ৮০ হাজার ৩২০ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৮ হাজার ৪৯৭ জন, মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।
বিশ্বের অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বুধবার প্রথমবারের মতো নতুন আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৫ জন, আর চীনে আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৬ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। ইরানে আক্রান্ত ১৪১, মারা গেছেন ২২ জন। এছাড়া ইতালিতে ৪৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন।
Advertisement
সূত্র: ডেইলি মেইল, সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/জেআইএম