ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Advertisement
সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নেহাল, তানভীর, রাহাত, সাফিয়ান ও সোয়াদ। আহতরা সবাই এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
আহতদের মধ্যে নেহালের ডান পায়ে ছুরির জখম রয়েছে, তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সোয়াদ। বাকিদের হাতে, পিঠে ও পেটে ছুরির আঘাত রয়েছে।
Advertisement
এমএফ/এফআর/এমকেএইচ