দেশজুড়ে

সাভারে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন অভিযান

সাভারে বিভিন্ন বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস লাইন বিছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃপস্পতিবার দুপুরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে এই অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন।সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পৌরসভার লালটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এসময় মাঠির নিচে থেকে প্রায় ১৪’শ ফিট পাইপ লাইন অপসারণ করা হয়।তবে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় জড়িতদের গ্রেফতার করা যায়নি। এসময় এলাকাবাসী গ্যাস সংযোগ বিছিন্ন করায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করে বিক্ষাভ মিছিল করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে রাতের আধারে সাভারের সিআরপি লালটেক এলাকায় বিভিন্ন বাড়িতে প্রতেকের কাছ থেকে ৩০ থেকে ৪০হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেন সাভারের মাসুদ নামের এক ব্যক্তি ও তার লোকজন।প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ গ্যাস সংযোগ দিয়েছিলেন তারা। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো লালটেক এলাকায়।এসময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেন ও আতিকুল ইসলামসহ ঊধ্বর্তন কর্তৃপক্ষ।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আল-মামুন/এসএইচএস/আরআইপি

Advertisement