ক্যাম্পাস

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আমরণ অনশন

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান বিভাগ করার দাবি জানান তারা। এর আগে ৩৮ দিন ধরে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীর।

অনশনরত শিক্ষার্থীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামে কোনো বিভাগ নেই। দুটি ভিন্ন অনুষদের ভিন্ন দুটি স্বতন্ত্র বিষয়কে এক করে শুধুমাত্র আমাদের বিএসসি সার্টিফিকেট দেয়া হয়।

তারা আরও জানান, বিভাগটি প্রতিষ্ঠিত হয়েছিল পরিসংখ্যান বিভাগেরই ছয়জন সম্মানিত শিক্ষকের হাত ধরে। যার ৯৫ ভাগ পড়াশোনা পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিভাগের সিলেবাসের সঙ্গে মিলে যায়। পড়ানো হয় ফলিত পরিসংখ্যান কিন্তু বিভাগ অন্য নামে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যৌক্তিক দাবি মেনে না নেয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। অনশনে বিভাগের প্রায় ৬০ জনের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, এর আগে দাবি আদায়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিভাগটির শিক্ষার্থীরা।

সালমান শাকিল/এএম/জেআইএম