‘ভাঙো সে দেয়াল প্রদীপের আলোয় যাহা আগুলিয়া রয়’- এই স্লোগানে ৮ দিনব্যাপী নাট্য উৎসব করতে যাচ্ছে উত্তরবঙ্গ তথা গাইবান্ধার স্বনামধন্য নাটকের দল পদক্ষেপ। দলটির ৩৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসব ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে। পদক্ষেপের ৩০০ আসনের নিজস্ব মঞ্চে অনুষ্ঠিত হবে এ উৎসব।
Advertisement
এ নাট্য উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এম এ খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার।
উৎসবে পদক্ষেপের ৩টি নাটকসহ ঢাকার ৩টি ও রংপুর ও বগুড়ার দুটি দল অংশ নেবে। ২৬ ফেব্রুয়ারি উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে পদক্ষেপের নাটক ‘হনন’।
বাবুল বিশ্বাসের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মেহেদুল হক সুজন। ২৭ ফেব্রুয়ারী মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’। সেলিম আল দীনের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরউদ্দীন ইউসুফ। ২৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’। মনিরুল ইসলাম রুবেলের নাট্যরূপে নির্দেশনার কাজটি করেছেন তৌফিকুল ইসলাম ইমন।
Advertisement
২৯ ফেব্রুয়ারি বগুড়া থিয়েটারের নাটক ‘দ্রোহ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না। ১ মার্চ মঞ্চস্থ হবে প্রাঙ্গনেমোরের নাটক ‘হাছন জানের রাজা’। শাকুর মাজিদের রবচনায় নিদর্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ২ মার্চ পদক্ষেপের নাটক ‘শেষটা ভালো’। সঞ্জয় কুমারের রচনায় নির্দেশনার কাজটি করেছেন সঞ্জয় কুমার তপু।
৩ মার্চ সাইক সিদ্দীকির রচনা ও নির্দেশনায় রংপুর নাট্যকেন্দ্রের নাট ‘নিল ললিতার গীত’। ৪ মার্চ উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে পদক্ষেপের নাটক ‘কঞ্জুস’। তারিক আনাম খানের রূপান্তরে নির্দেশনার কাজটি করেছেন তুহিন চৌধুরী। সবগুলো নাটকই মঞ্চে আসবে সন্ধ্যা ৭টায়।
উৎসবটি নিয়ে উৎবের আহ্বায়ক মেহেদুল হক সুজন বলেন, ‘জেলা শহরগুলোতে মঞ্চ নাটকের চর্চার ক্ষেত্রে ভাটা পড়েছে। সে জায়গা থেজে দেখতে গেলে পদক্ষেপ সাহসী পদক্ষেপ নিয়েই এত বড় একটি উৎসব করছে। আমরা ১৩ বছর ধরে নিজেদের অর্থায়নে ৩৫০ আসনের একটি আধুনিক নাটকের মঞ্চ করতে সক্ষম হয়েছি। এখনো বেশ কিছু কাজ বাকি। প্রতিনিয়ত আমরা নাটকের জন্যই কিছু করার চেষ্টা করছি তরুণ প্রজন্মকে নিয়ে।’
এলএ/এমএস
Advertisement