ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠন হিসেবে সহাবস্থানের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
Advertisement
তবে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এদিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সহকারী প্রক্টর ড. মো. হুমায়ুন কবির স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্রদল দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। বৈধ ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদলকে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের রাবি শাখার যুগ্ম সম্পাদক মো. রাশেদ আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব, রাবি স্কুল অ্যান্ড কলেজ শাখা সভাপতি মো. আবির হাসান হিমেল, রাবি শাখার সদস্য তুষার শেখ, এস এম মাহমুদুল মিঠু, শামস দীপ্ত, এমএ তাহের রহমান, শেখ নূর উদ্দীন, শাহরুখ, মো. আবু সাঈদ ও জাকির রেদওয়ান প্রমুখ।
Advertisement
সালমান শাকিল/এএম/জেআইএম