বিনোদন

সপ্তাহে দুদিন ছেলেকে দেখতে পারবেন সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান দম্পতির সাড়ে ছয় বছর বয়সী শিশু আরশ হোসেন তার মায়ের হেফাজতে থাকবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে সপ্তাহে দুদিন বাবা সিদ্দিকুর রহমান তাকে আনতে পারবেন এবং তার সঙ্গে রাখতেও পারবেন।

Advertisement

সিদ্দিক-মিমের বিচ্ছেদের পর সিদ্দিকের কাছে ছিল আরশ। আগামীকাল বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারির) মধ্যে ছেলে আরশকে তার মা মারিয়া মিমের কাছে দিয়ে আসতে সিদ্দিককে আদেশ দিয়েছেন আদালত।

ছেলেকে নিজের কাছে রাখতে মা মারিয়া মিমের করা এক রিটের চূড়ান্ত শুনানি হয়েছে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি)। এখানে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আজ আরশ হোসেনের মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া ও ফুয়াদ হাসান। অন্যদিকে শিশু আরশের বাবা সিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

Advertisement

সিদ্দিকুর রহমানের সঙ্গে ২০১২ সালের ২৪ মে বিয়ে হয় মারিয়া মিমের। পরের বছর ২৫ জুন আরশ হোসেনের জন্ম হয়। ২০১৯ সালের ১৯ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তার বাবা সিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল আরশ। ছেলেকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মা মারিয়া মিম। এরপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় দেন আদালত।

এর আগে আজ সকালে বাবার হাত ধরে আদালতে আসে আরশ। রায় ঘোষণার সময় মারিয়া মিমও উপস্থিত ছিলেন আদালতে।

এফএইচ/এমএবি/এমএস

Advertisement