দেশজুড়ে

খুলনায় এমপির পুত্রবধূ হত্যার ঘটনায় মামলা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিনের পুত্রবধূ সনিয়া রাব্বি সুলতানা লিপি (৩৫) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মোল্লা জালাল উদ্দিন বাদী হয়ে তার ভাইপো হেদায়েতকে আসামি করে মামলা দায়ের করেছেন।গত বুধবার রাতে নগরীর খুলনা সদর থানাধীন পুলিশ লাইন্স রোডের নিজ বাড়ির ৫ তলার একটি কক্ষে গুলিতে নিহত হন লিপি। গুলি বর্ষণকারী মোল্লা জালালের ভাইপো মাওলানা হেদায়েত হোসেন পলাতক রয়েছেন। হেদায়েত খুলনার ইসলামিক ফাউন্ডেশনের চাকরি করেন বলে জানান মোল্লা জালাল।খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সাবেক এমপি মোল্লা জালালের বড় ছেলে কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের স্ত্রী লিপি, তার ছোট বোন আঁখি ও মোল্লা জালালের ভাইপো হেদায়েত একটি কক্ষে বসে গল্প করছিলেন। ওই কক্ষে থাকা একটি শর্টগান নিয়ে রসিকতা করতে গিয়ে হেদায়েত গুলি চালালে গুলিটি লিপির মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। শর্টগানটি মোল্লা জালালের বড় ছেলে হেলালের নামে লাইসেন্স করা। হেলাল তার মাকে নিয়ে সৌদি আরবে হজ পালনের জন্য রয়েছেন। নিহত লিপির একমাত্র সন্তান রাফসান (৯) খুলনা জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। আলমগীর হান্নান/এসএস/আরআইপি

Advertisement