সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে চোরাইপথে আনা রোগাক্রান্ত গরুর পচা মাংস বিক্রির চেষ্টাকালে চোরাকারবারি সিন্ডিকেটের এক সদস্যকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পচা মাংস জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জৈন্তাপুর পূর্ববাজারে এ ঘটনা ঘটে।
Advertisement
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভারত থেকে নিয়ে আসা একটি রোগাক্রান্ত গরু জৈন্তাপুর পূর্ব বাজারের ‘গরু বাজার সেড’ জবাই করে চোরাকারবারিরা। পরে মাংস বিক্রির জন্য একটি লেগুনায় করে সিলেট নগরীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় মাংসের পচা দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা স্বাস্থ্য পরিদর্শককে জানান।
খবর পেয়ে স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা ও প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে জবাইকৃত গরুর মাংসসহ লেগুনাটি জব্দ করেন এবং গরুর মালিক লুৎফুর রহমানকে আটক করেন। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লুৎফুর রহমানকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুর্গন্ধযুক্ত পচা মাংস জনসম্মুখে পুড়িয়ে ফেলেন।
স্থানীয়রা বলেন, বাজার এলাকার মসজিদের ইমামকে গরু জবাই করার জন্য বললে তিনি জবাই করেননি। পরে তারা নিজেরাই গরুটি জবাই করে সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায়ই জৈন্তাপুর বাজারে এ রকম ঘটনা ঘটে। বাজার ইজারার শর্ত অনুযায়ী বাজারে পশু জবাই করতে হলে অবশ্যই আগে প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে ছাড়পত্র নিতে হয়।
Advertisement
উপজেলা স্বাস্থ্য ইন্সপেক্টার মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, প্রাণিসম্পদ কর্মকর্তার ছাড়পত্র না নিয়েই তারা গরুটি জবাই করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাংস জব্দ ও গরুর মালিককে আটক করা হয়।
ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ