ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এতদিন তিনি দেশটির করোনাভাইরাসের সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানাচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তিনি নিজেই তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন।
Advertisement
ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার তেহরান সরকার করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যুর খবর জানানোর পর উপ-স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনসিস করা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।
ইরানের পবিত্র শহর কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে গতকাল মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরারা এ খবর জানায়।
তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে অনেক বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রমিত হয়ে ইরানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯৫ জন।
Advertisement
حریرچی: من هم کرونایی شدم، حتما کرونا را شکست می دهیم. pic.twitter.com/O0zsfDwgAS
— خبرگزاری فارس (@FarsNews_Agency) February 25, 2020কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৭০৫ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসটিতে ৮০ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। চীনের পর ৯৭৭ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১০। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ইরানে— ১৫ জন।
এসএ/জেআইএম
Advertisement