প্রকল্পের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে ‘জনস্বার্থে চাকরি থেকে অবসর’ দেয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জনেন্দ্র নাথ সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ‘বেবিচকের প্রস্তাব মোতাবেক বেবিচকের কর্মচারী প্রবিধানমালা-১৯৮৮ এর ৫৩ প্রবিধি, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এতদসংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকরি ২৫ বছরের উর্ধ্বে হওয়ায় তাকে জনস্বার্থে চাকরি থেকে অবসর দেয়া হলো।’
এ আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Advertisement
বেসামরিক বিমান পরিবহনের উন্নয়নমূলক বিভিন্ন কাজে দুর্নীতি করার অভিযোগে সুধেন্দু বিকাশ গোস্বামীকে ২০১৮ সালের জুনে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ১১ ফেব্রুয়ারি আবারও বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দুসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি। সুধেন্দু ছাড়া বাকি পাঁচ কর্মকর্তা হলেন বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও উপ-সহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদ।
জানা যায়, বেবিচকের মেইনটেনেন্স, কনস্ট্রাকশন, কেনাকাটা ও ফান্ড ম্যানেজমেন্টে শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অর্থ আত্মসাতের মাধ্যমে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি-গাড়িসহ অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পেয়ে এর তদন্তে নামে দুদক।
এআর/এইচএ/জেআইএম
Advertisement