ভারতের মেঘালয় রাজ্যের গভীর পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমনে দিশেহারা হয়ে পড়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী গ্রামের কৃষকরা। বন্য হাতির পাল নির্বিচারে ধ্বংশ করছে পাকাধান, সব্জি ক্ষেত, গাছ-পালা। হাতির ভয়ে গ্রামবাসী কাচা আর আধাপাকা ধান কেটে ফেলতে বাধ্য হচ্ছে। রাত জেগে পাহাড়া দিয়েও ঠেকানো যাচ্ছেনা হাতির দলকে।প্রতিবছরের মতো এবারও আমন মৌসুমের শুরুতেই ভারতের মেঘালয় রাজ্যের গভীর পাহাড় থেকে নেমে এসেছে একাধিক বন্য হাতির পাল। হাতির দল ছড়িয়ে পড়েছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ পাহাড়ে। দিনের বেলা এইসব হাতির দল গভীর পাহাড়ে লুকিয়ে থাকে। রাত গভীর হলেই হানা দেয় পাহাড়ী গ্রামগুলোতে। প্রায় একসপ্তাহ যাবত হাতির দলকে ঠেকাতে বকশীগঞ্জের সীমান্তবর্তী ৭টি গ্রামের মানুষের নির্ঘুম রাত কাটছে।এলাকাবাসীরা জানান, রাত জেগে পাহাড়া দিয়েও ঠেকানো যাচ্ছে না হাতির দলকে। গত দুসপ্তাহে বন্য হাতির দল বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাতানীপাড়া, শুকনাথপাড়া, টিলাপাড়া, বালুঝুরি, দিঘলাকোনা, গারোপাড়া ও লাউচাপড়া এই ৭টি গ্রামের প্রায় ৪শ একর জমির উঠতি আমন ক্ষেত ও সব্জি বাগান ধ্বংশ করেছে। হাতির আক্রমনে নষ্ট হয়েছে অসংখ্য গাছপালা। হাতির ভয়ে অনেক গ্রামবাসী কাঁচা ও আধাপাকা ধান কেটে ফেলতে বাধ্য হচ্ছে।বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ হোসেন খান বিষয়টি স্বীকার করে বলেছেন, হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় গ্রামবাসীকে সতর্ক অবস্থান নেয়ার জন্য সচেতন করা হচ্ছে।
Advertisement