প্রবাস

অস্ট্রিয়াতেও করোনাভাইরাসের হানা

অস্ট্রিয়ার সীমান্তবর্তী (ইতালি) প্রদেশ দক্ষিন টিরোলে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে প্রথম ধাপে যখন নয়জনের মেডিকেল পরীক্ষা করা হয় তখন কারও মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। পরবর্তীতে আবারও যখন পরীক্ষা করা হয় তখন এক যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

Advertisement

আক্রান্ত ওই যুবকের ভাষ্য, তার মধ্যে করোনাভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ নেই। এদিকে করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সাবেস্তিয়ান কুর্জ।

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আতঙ্কিত না হয়ে কীভাবে তা মোকাবিলা করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস আক্রান্ত এলাকায় ভ্রমণ-সতর্কতা জারি করেছে। তবে সীমান্তে এখন পর্যন্ত কড়াকড়ি ব্যবস্থা আরোপ করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালির সাথে অস্ট্রিয়ার ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত দুই হাজার ৭০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ১৫০ জন। এদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এই ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে ২২৯ জন।

Advertisement

অপরদিকে, জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই প্রমোদতরীর চারজন প্রাণ হারিয়েছে। দু’সপ্তাহ ধরে ওই প্রমোতরীর যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

করোনাভাইরাসে জাপানের বিভিন্ন স্থানে ৫, ইতালিতে ৭, হংকংয়ে ২, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪৬৯ জন।

এমএআর/এমএস

Advertisement